বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে বাসের ধাক্কায় দুইজন নিহত

যশোরে বাসের ধাক্কায় দুইজন নিহত
যশোরে বাসের ধাক্কায় দুইজন নিহত

যশোর প্রতিনিধি :: যশোর-চুকনগর সড়কের মনিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।রোববার( ৬ জুলাই ) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভ্যানযাত্রী গাইবান্ধার সাঘাটার আব্দুল্লাহপাড়ার রাজনের ছেলে রতন( ২৭ ) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার( ৪০ )।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দেয়।এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটকিয়ে চালক আব্দুল গণিকে( ৩৫ )পুলিশের কাছে সোপর্দ করেন।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বাবলুর রহমান খান বলেন, ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সম্পর্কিত