সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পটিয়ায় মোটরসাইকেল আরোহী বাসদ নেতার  মৃত্যু

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম)প্রতিনিধি-পটয়া পৌর শহর হতে কর্মস্হল চট্টগ্রাম শহরে যাবার পথে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে এস এম রিদোয়ান কবির(৬০)প্রকাশ (মিঞা)নামের এক বাসদ নেতার মৃত্যু হয়।ঘটনাটি ঘটে গত সোমবার (২৩শে জুন)সকাল ৯টায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজে।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় শ্যালকের মোটরসাইকেল যোগে শ্যালককে নিয়ে চট্টগ্রাম শহরের নিজ কর্মস্হলে যাচ্ছেন রেদোয়ান কবির।এই সময় উপজেলার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজে উঠার সময় মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে মাথায় গুরতর আঘাত পায়।সাথে থাকা তার শ্যালক শাহ হোসেনইন সাগর স্হানীয় দের সহযোগিতায় দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে ১দিন পর(২৪শে জুন দুপুর ১টা) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির কারণে তার মৃত্যু হয় বলে চমেক হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক জানান।

সে উপজেলার কচুয়াই ইউনিয়নের(শেখ মুঃপাড়া) মৃত আলা মিয়ার সওদাগর ও ইসলাম খাতুনের ৫ম ছেলে। মৃত্যু কালে তার ১ছেলে মেহেরাব করিম,২মেয়ে তারলিমা,তাসলিমা ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী,শুভাকাঙ্ক্ষী রেখে যান।

তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে মাসুদ এগ্রোর সিনিয়র ব্যবস্হাপকের দায়িত্বে পালনে ছিলেন।১৯৮০ সালে স ম ইউনুচের হাত ধরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ)এর রাজনীতির সাথে সম্পৃক্ত হন।তার মৃত্যুতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সাধারণ সম্পাদক বজলুল রশিদ ফিরোজ, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম ও অন্যান নেতারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত