সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে জমিজমা সংক্রান্তে প্রতিপক্ষের হামলায় আহত নারী

নন্দীগ্রামে জমিজমা সংক্রান্তে প্রতিপক্ষের হামলায় আহত নারী
নন্দীগ্রামে জমিজমা সংক্রান্তে প্রতিপক্ষের হামলায় আহত নারী

বগুড়া জেলা প্রতিনিধি:: বগুড়ার নন্দীগ্রামে জায়গা জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রহিমা বেগম (৩৫) নামে একজন নারীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ( ৩ জুলাই ) বিকেল সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুল পাড়া এলাকায়।

এঘটনায় আহত রহিমা বেগমের স্বামী আমির হামজা রাতে বাদি হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ধুন্দার মৌজার জেএল নং-২২৮, খতিয়ান নং-৪১১, দাগ নং-১৬১, ১৬২, ১৬৩ মোট ৬৪ শতক (ধানী) জমি একই এলাকার মৃত আলহাজ্ব কোরবান আলীর ছেলে গোলাম মোস্তফা (৫২), গোলাম মোস্তফার ছেলে মোঃ জাকারিয়া (৩০), কদমকুড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে আঃ মজিদ (৪০) বিবাদীগন দীর্ঘ দিন পূর্ব হইতে উপরোক্ত তফসীল বর্ণিত জায়গা জমি জোরপূর্বক জবর দখল করিয়া ভোগ করিয়া আসিতেছে।

উক্ত জায়গা জমি একাধিক বার ছেড়ে দেওয়ার কথা জানাইলে বিবাদী উক্ত জায়গা জমি নিজের দাবী করিয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া আসিতেছে।

এরই ধারাবাহিকতায় ইং-২৭/০৬/২৫ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বিবাদীর সহিত উক্ত জায়গা জমি ছেড়ে দেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ উক্ত জায়গা জমি ছেড়ে দিবে না বলিয়া খুন জখমের বিভিন্ন প্রকার ভয়ভীতিও হুমকি প্রদান করে।

উক্ত ঘটনার জের ধরিয়া ইং-০৩/০৭/২৫ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় জনৈক বাবলুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর আমার স্ত্রী মোছাঃ রহিমা বেগম এর সহিত ব্বিাদীদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ২নং বিবাদীর হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমার স্ত্রীর নাকে, মুখে ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী ভাবে মারপিট করে বৃক্তাক্ত জখম করে।

গুরুতর আহত অবস্থায় রহিমা বেগমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোজাহারুল ইসলাম বলেন,আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত