সোমবার, ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

করোনায় গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু

করোনায় গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু
করোনায় গত চব্বিশ ঘন্টায় আরও একজনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ৪ জুলাই ) সকাল ৮টা থেকে শনিবার (৫ জুলাই ) সকাল ৮টার মধ্যে তিনি মারা যান। এ সময়ে ছয় জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ছয় জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন। এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬২৯ রোগী শনাক্ত হয়েছে।

সম্পর্কিত