বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর ১দিন পর মৃত্যু

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভেল্লাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৫)চিকিৎসাধীন আবস্হায় চমেক হাসপাতালে ১দিন পর মৃত্যু বরন করেন।

সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকার আবদুল মজিদের পুত্র।পেশায় তিনি মাছের ব্যবসা করতেন।নিহতের বড় ভাই আলাউদ্দিন জানান ব্যবসা করে প্রতিদিন রাতে সাইফুল বাড়ি ফিরতেন।মঙ্গলবার রাতে ফিরতে দেরী হওয়ায় আমরা জানতে পারি সে বাইক দূর্ঘটনায় মেডিকেলে আশংকাজনক অবস্থায় ভর্তি।পটিয়া হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, গত মঙ্গলবার(১৭ই জুন) রাত ৩টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভেল্লাপাড়া এলাকায় দ্রুতগামী বাইকের ধাক্কায় আহত হয়ে এক যুবক রাস্তায় পড়ে থাকলে তার গায়ের উপর দিয়ে বেশ কয়েকটি বাইক চলে যেতে দেখা যায়।

স্হানীয়রা তাকে উদ্ধার করে আহত আবস্হায় চমেক হাসপাতালে ভর্তী করে।বৃহস্পতিবার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় দূ্র্ঘটনার ১দিন পর মৃত্যু বরন করে।বৃহস্পতিবার আসরের নামাজের পর তার বাড়িতে জানাযায়র নামাজ অনুস্টিত হয়। বিয়ে করেছে মাত্র ১০মাস হয়েছে।সন্তান সম্ভবা নববিবাহিতা স্ত্রী স্বামী কে হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেকে হারিয়ে পিতা আবদুল মজিদ পাগল প্রায়।সাইফুলকে হারিয়ে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত