
এম এ ওয়াহেদ লাখাই , হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তিশিল্প লাগসই এর সেমিনার ও ২ দিনব্যাপী মেলার উদ্বোধন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর কর্তৃক আয়োজিত স্থানীয় ভাবে উদ্ভাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় উপজেলা কক্ষে নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ। সেমিনারে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী কর্মকর্তা উন্নত চুলা কি,বহন যোগ্য চুলা চিমনী যুক্ত দ্বিমুখী উন্নত চুলার পরিচিতি ও তৈরির নিয়মাবলি সম্পর্কে ছাত্র ছাত্রীদের কে সম্যখ ধারণা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই এর ২ দিনব্যাপী প্রদর্শণী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
পরে ২ দিনব্যাপী মেলার স্টল গুলি ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথি বৃন্দ। লাগসই মেলায় ১০টি স্টল স্থান পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য শিক্ষা, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, উপজেলা পরিবার পরিকল্পনা, স্থানীয় সরকার প্রকৌশল,মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা অধিদপ্তর।