বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে ভাদিকারা চিনামোড়া সরকারী রাস্তা দীর্ঘদিন ধরে পানির নীচে, জলবদ্ধতার কারণে ভোগান্তি চরমে

এম এ ওয়াহেদ লাখাই , হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা ৯নং ওয়ার্ডের চিনামোড়া রাস্তাটি দীর্ঘদিন ধরে পানির নীচে। ফলে জন ভোগান্তি চরমে। খোঁজ নিয়ে জানা যায় ওই রাস্তাটির আশ পাশে প্রায় ১৫-২০ বিঘা জমি জলবদ্ধতার কারণে ওই এলাকার কৃষক কোন ধরনের ফসল উৎপাদন করতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা যায় দরগাবাড়ী, লম্বাহাটি সহ মহল্লার বৃষ্টির পানি মরা ডোবা হয়ে খাল দিয়ে চিনামোড়া নামক এলাকা দিয়ে মর্তুজ আলী ব্রিজে নীচ দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা ছিল এবং বর্তমান পটপরিবর্তনের কারণে সরকারী পানি নিষ্কাশনের নালায় দোকান পাঠ তৈরীর ফলে ওই নালাটি বন্ধ হয়ে যায় এবং মর্তুজ আলী ব্রিজ নির্মাণ করার সময় মাটি তুলে ব্রিজের ২ পাশে মাটির স্তুপ করার কারণে পানি নিষ্কাশনের রাস্তাটি বন্ধ হওয়ার কারণে জলাবদ্ধতার মূল কারণ।

এ বিষয়ে ওই জমির কৃষকরা এ প্রতিনিধি বলেন ৯নং ওয়ার্ডের বৃষ্টির পানি মর্তুজ আলী ব্রিজের নীচ দিয়ে পানি নিষ্কাশনের রাস্তা কিন্তু কথিপয় ব্যক্তিরা পানি নিষ্কাশনের রাস্তায় মাটি ভরাট করার কারণে জলাবদ্ধতা দেখা দেয়। এ বিষয়ে আমরা গ্রামের নেতৃবৃন্দের দ্বারা পানি নিষ্কাশনের চেষ্টা করেও কাজের কাজ কিছুই হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে আলাপ কালে তিনি বলেন, এ বিষয়টি নিয়ে হবিগঞ্জ জেলায় মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক মহোদয় কে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা স্হানীয় সরকারের প্রকৌশলী এহতেশামুল হকের সাথে আলাপ কালে তিনি বলেন আগামী অর্থ বছরে এডিবির বরাদ্দ আসলে জলাবদ্ধতা নিরসন করে কৃষকের জমির জলবদ্ধতা দূর করে চিনামোড়া রাস্তাটি জন চলাচলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত