
শ্রী জিত স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁও :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হরিপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদ হরিপুর উপজেলার সভাপতি জনাব মোঃ মোজাকের ইসলাম সুমন।
মোঃ মোজাকের ইসলাম সুমন,এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির এক অনন্য শিক্ষা নিয়ে আমাদের দ্বারে হাজির হয়। এই পবিত্র দিনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আমরা যেন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াই-এটাই হোক আমাদের মূল ব্রত।”
তিনি ইতি মধ্যে, কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি জনাব ফারুক হাসান ভাই কে অবহিতি করে হরিপুর উপজেলার মসজিদ, মন্দির উন্নয়ন,ঝরে ক্ষতি হওয়া ঘর বাড়ি নির্মানে সুখ-দুঃখের সাথী হয়ে আমি সবসময় পাশে আছি এবং থাকবো।গণ অধিকার পরিষদ আদর্শ ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি ও আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ।”
দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকলের ত্যাগ কবুল করুন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার তৌফিক দিন।”