সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সোহাগ হত্যাকান্ডে আরও দুইজন গ্রেফতার

সোহাগ হত্যাকান্ডে আরও দুইজন গ্রেফতার
সোহাগ হত্যাকান্ডে আরও দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ( মিটফোর্ড হাসপাতাল )সামনে নৃশংসভাবে খুন হওয়া ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মোঃ সোহাগ( ৩৯) হত্যাকাণ্ডে আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর ফলে মামলায় গ্রেফতার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল সাত জনে।

শনিবার ( ১৩ জুলাই )সকাল থেকে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের( ডিএমপি )লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ( ডিসি ) মোহাম্মদ জসীম উদ্দিন।

গত ৯ জুলাই সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে প্রকাশ্য রাস্তায় একদল দুর্বৃত্ত ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রথমে কুপিয়ে, এরপর পাথর ছুঁড়ে ও লাথি মেরে নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের সময় সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, হত্যাকারীরা মৃতদেহের ওপর লাফাচ্ছে এবং তার শরীরে একাধিকবার পাথর নিক্ষেপ করছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সমালোচনার ঝড় নামে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ ও ডিএমপির লালবাগ বিভাগ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই রাজধানী থেকে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন( ৪১) ও তারেক রহমান রবিন (২২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।

এছাড়া, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব ) অভিযান চালিয়ে আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির(২৫) নামে আরও দুই আসামিকে গ্রেফতার করে। ১২ জুলাই রাতে কোতোয়ালি থানা পুলিশ মামলার আরেক আসামি মোঃ টিটন গাজী (৩২)কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে একই এলাকার কিছু লোকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা তদন্তকারী সংস্থার।

ডিসি মো. জসীম উদ্দিন বলেন, ‘এখন পর্যন্ত সাত জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সবার বিরুদ্ধেই সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই এই মামলার চার্জশিট দেওয়া হবে।’

সম্পর্কিত