শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত

সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলায় অন্তত ৭ জন নিহত
ছবি সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারি বাহিনীর বোমা হামলায় ৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গতকাল শনিবার কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের ( এসডিএফ ) নিয়ন্ত্রণাধীন এলাকায় এই হামলা হয়।

আধা-স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন তেল-গ্যাস ক্ষেত্রসহ উত্তর এবং উত্তর-পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করে। সেখানে এসডিএফ তাদের সেনাবাহিনী হিসেবে কাজ করে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে,আলেপ্পো প্রদেশের দেইর হাফের এলাকার উম্মে টিনা গ্রামে ‘সিরীয় সেনাবাহিনীর সদস্যদের’ বোমা হামলায় পাঁচ জন নারী ও দুই শিশু নিহত হয়েছে।

প্রাক্তন আইএস সংশ্লিষ্ট যোদ্ধারা গত বছরের শেষের দিকে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে। এরপর চলতি বছরের মার্চ মাসে নতুন কর্তৃপক্ষ এবং এসডিএফ কুর্দি প্রশাসনের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে সম্মত হয়।

তবে কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। দেইর হাফের এলাকায় সরকারি সেনাবাহিনী ও এসডিএফ-এর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হয়।

সম্পর্কিত