শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক সচিব শহীদ খান আটক

সাবেক সচিব শহীদ খান আটক
সাবেক সচিব শহীদ খান আটক

স ম জিয়াউর রহমান :: সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ৮ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাবেক এই সচিবকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় আরও পাঁচজনকে বিভিন্ন এলাকার ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ২৮ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে সাবেক সচিবকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে আবু আলম মোহাম্মদ শহীদ খান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ১৯৯৬ সালে শেখ হাসিনার উপ-প্রেস সচিব ছিলেন।

সম্পর্কিত