
মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। তিনি বলেন, “আমি একজন নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে দেখতে পাচ্ছি—পরিস্থিতি ভালো। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।”
আজ বৃহস্পতিবার রাজধানীর গাবতলীর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আপনারাই বলেন, নিরাপত্তার কোথাও ঘাটতি আছে কি না?”
গরুর বাজার সম্পর্কে মতামত জানিয়ে তিনি বলেন, “এ বছর পশুর দাম তুলনামূলকভাবে সহনশীল। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, গত বছরের তুলনায় এবার দামে কিছুটা কমতি রয়েছে।”
বড় গরু কিনতে আগ্রহ কমে যাওয়ার পেছনে কারণ জানতে চাইলে তিনি বলেন, “আগে অনেকের পকেটে দুর্নীতির টাকা ছিল, এখন সে সুযোগ নেই। বিশেষ করে যারা কালোটাকার মালিক ছিলেন, তারাই বড় গরুর বড় ক্রেতা ছিলেন। এখন সৎ আয়ের মানুষের সংখ্যা বাড়ছে—তাদের মধ্যে যারা সামর্থ্যবান, তারা বড় গরু কিনছেন।”
তিনি আরও বলেন, “দেশে বহু সৎ ও সফল ব্যবসায়ী রয়েছেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভালো মানের পশু কিনছেন। এটা ইতিবাচক দিক।”