শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

শার্শার বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রলপাম্প দখল চেষ্ঠার অভিযোগে সংবাদ সম্মেলন

শার্শার বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রলপাম্প দখল চেষ্ঠার অভিযোগে সংবাদ সম্মেলন
শার্শার বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রলপাম্প দখল চেষ্ঠার অভিযোগে সংবাদ সম্মেলন

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলায় জোরপূর্বক একটি পেট্রলপাম্প দখল চেষ্টার অভিযোগ তুলে বিএনপি নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।আনোয়ার হোসেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তনিমা তাসনুমা ( ২১ সেপ্টেম্বর ) রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনিমা তাসনুমা বলেন,আনোয়ার হোসেন জালিয়াতি করে কাগজপত্র বানিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পাম্পটি দখলের চেষ্টা চালাচ্ছেন। তাঁর বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার ১৭ শতক জমি কিনে ‘মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশন’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

২০২২ সালে তাঁর মৃত্যু হয়। এরপর ২০২৩ সাল থেকে আনোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা জাল দলিল তৈরি করে বারবার পাম্পটি দখলের চেষ্টা করেন।

সর্বশেষ ( ১৯ সেপ্টেম্বর ) শুক্রবার সকালে আনোয়ার হোসেন ফিলিং স্টেশনে প্রবেশ করে চাবিসহ সব কাগজপত্র নিয়ে যান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে বের করে দেন। পুলিশকে জানালে তাঁরা সরে যান। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখলের হুমকি অব্যাহত রেখেছেন। এ পরিস্থিতিতে সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

তবে আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তনিমা তাসনুমার বাবা গোলাম কিবরিয়ার কাছ থেকে তিনি ৬ কোটি ৮ লাখ টাকা দিয়ে জমিসহ ফিলিং স্টেশন কিনেছেন। ১৯৯৯ সাল থেকে ফিলিং স্টেশনটি তাঁর দখলে ছিল এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত তিনি এটি পরিচালনা করেছেন। কিন্তু কিবরিয়ার স্ত্রী-সন্তানেরা দলিল ও চুক্তিনামা মানছেন না। তাঁরা পেট্রলপাম্প মালিক সমিতি ও পুলিশকে দিয়ে পাম্পটি দখল করেছেন বলে দাবি করেন তিনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি ) আবদুল আলিম বলেন,ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত