
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ১টি পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম ( ৪২) নামের অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত বেনাপোল পোর্টথানাধীন বালুন্ডা গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে।
শুক্রবার( ৮ আগস্ট) রাতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা অভিযান চালিয়ে ঐ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে পুটখালী ক্যাম্পের ১টি টহলদল আক্তারুলকে আটক করে তল্লাশী চালালে তার কাছে থাকা ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে। খুলনা ২১ বিজিবির অধিনায়ক বিজিবির অভিযানে অস্ত্র,গুলি উদ্ধারসহ অস্ত্রব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।