মঙ্গলবার, ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হাফেজ ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর বগুড়াঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ ০১লা জুন রবিবার দুপুরে হাফেজ ও এতিম শিশুদের সাথে দুপুরের খাদ্য বিতরণ করেন বগুড়া-০৭ আসনের (গাবতলী -শাজাহানপুর) সাবেক সাংসদ কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব হেলালুজ্জামান তালুকদার লালু।
উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট দারুল হাদিস ইসলামিয়া সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় এই মধ্যহ্ন ভোজের আয়োজন করেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমানের সর্বাঙ্গীন সুস্থতা কেমন না করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল,
মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমিজ উদদীন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাদশা সরকার, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহাসেন আলী, চুপিনগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এমরান হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান,  যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান,
উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,
গোহাইল ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ সম্পাদক এম আর মানিক, যুবদল নেতা  আজিজুল হক, রহমত আলী, আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা রিয়াজুল ইসলাম সবুজ, আমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুজন প্রমুখ।

সম্পর্কিত