রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেপ্তার ১

এম এ ওয়াহেদ লাখাই : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই ইউনিয়নের মোঃ বিল্লাল মিয়া নামে এক আসামীকে ৩৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী মরমপুর গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মোঃ বিল্লাল মিয়া (৪১) থানা সুত্রে জানা যায় সোমবার ১৬ জুন দিবাগত সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সোবহান পুর সড়কে অভিযান চালিয়ে আসামীর হেফাজত থেকে ৩৫ ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত