বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাখাই উপজেলা কারাগারের সামনে ১১ কে ভি বিদ্যুৎ এর তার মরা গাছের সাথে সংযুক্ত, দূর্ঘটনার আশংকা

এম এ ওয়াহেদ লাখাই , লাখাই উপজেলা কারাগারের সংলগ্ন যানচলাচল ও জন চলাচলের রাস্তার পাশে ১১ কেভি বিদ্যুৎ এর খুঁটি। যে কোন সময় দূর্ঘটনাটা ঘটে প্রাণ নাশের আশংকা  দেখা দিয়েছে। ফলে ওই রাস্তার পাশে বাড়ী ঘর যান চলাচলের মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পরেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে বামৈ ইউনিয়নের ভাদিকারা ৯নং ওয়ার্ডের উপজেলা কারাগারের সামনে ও আঞ্চলিক মহাসড়ক হতে ভাদিকারা গ্রামের ভিতর দিয়ে রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার ছাত্র ছাত্রী ও গ্রামবাসীর লোকজন এ রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখা গেছে। কিন্তু রাস্তার পাশে একটি মরা গাছের সাথে ১১ কেভি বিদ্যুৎ লাইনের খুঁটি জড়িয়ে থাকায় জনসাধারণ ও ছাত্র ছাত্রীরা  এবং যান চলাচলের চালকরা ভয় ভীতির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। ঘটনা স্থলের পাশে মহিবুর নামে এক ব্যবসায়ী ও এখানকার বসবাসকারী আব্দুল মজিদ এ প্রতিনিধি জানান বর্তমানে ঝড় তুফানের সময় কখন যে ওই মরা গাছ ভেঙে বিদ্যুৎ এর তারে এবং আমাদের বাড়ী,

দোকানে ঘরে পরে যায় এই ভয় ভীতির মধ্য দিয়ে দিন কাটছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সাথে যোগাযোগ করলে তিনি বলেন লাখাই জোনাল অফিসের ডিজিএম কে বলে দিয়েছি এ বিষয়টি দেখার জন্য। এ বিষয়ে  লাখাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম সুমন সাহার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাকে অবহিত করেছেন। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত