মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ইউনিয়ন পরিষদের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ লাখাই , হবিগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে গতকাল শনিবার সকলা ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে হলে মাদক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনে ইউনিয়ন পরিষদের ভুমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.মোঃ ফরিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা নাঈমুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, ৬ ইউনিয়ন পরিষদের সচিব, ৬ ,ইউনিয়ন পরিষদের অফিস সহকারী ও উপজেলার গ্রাম পুলিশ প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড.মোঃ ফরিদুর রহমান সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য বলেন যার যার অবস্থান থেকে যদি আমরা মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা, এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনে সক্রিয় ভাবে কাজ করতে পারি তা হলে মাদক নিয়ন্ত্রণ, দাঙ্গা প্রতিরোধ, ও জন্ম ও মৃত্যু নিবন্ধন বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। এতে জনগণ স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জনগণ উপকৃত হবে। এবং মাদক নিয়ন্ত্রণে সকলের ঐক্য বদ্ধ প্রয়াশ চালাতে হবে এবং জনপ্রতিনিধিদের এ ব্যপারে সক্রিয় ভুমিকা রাখতে পারলে সমাজ থেকে মাদকের ভয়াবহ অবস্থা থেকে যুব সমাজ কে রক্ষা করা সম্ভব বলে আমি মনে করি।

সম্পর্কিত