মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে ভাদিকারা ৯নং ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা যেন দেখার কেউ নেই

 

এম এ ওয়াহেদ লাখাই :হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের ৯নং ওয়ার্ডের গ্রামীন রাস্তার বেহাল দশা যেন দেখার কেউ নেই। আজ স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও ৯নং ওয়ার্ডের উওর হাটির জন চলাচলের রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি মর্মে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ৯নং ওয়ার্ডের দক্ষিণ গ্রামে জামে মসজিদ হতে ভাদিকারা পূর্ব সপ্রাবি পর্যন্ত এবং এর সংযোগ রাস্তা উত্তর হাটির রাস্তা হয়ে ভুঁইয়া বাড়ী হতে জফু মিয়া বাড়ী পর্যন্ত এবং ভুইয়া বাড়ী হইতে চিনামোড়া রাস্তা গুলির বেহাল দশা। যান চলাচল তো দূরের কথা মানুষ চলাচল করা খুবই কঠিন। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যান চলাচল ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব বিষয়ে ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ কালে তারা বলেন, নির্বাচন আসলে জন প্রতিনিধিরা আমাদের রাস্তাঘাটের  উন্নয়ন করে  দিবে বলে ভোট আদায় করে নির্বাচিত হওয়ার পর তারা আর এসব বিষয়ে দৃষ্টি গোচর না করে আমাদের সাথে প্রতারনা করেই চলেছেন। ভুক্তভোগী হারুনুর রশীদ ও জালু মিয়া সহ অসংখ্য লোক এই প্রতিবেদক কে বলেন আমরা আমাদের নিজ সেচ্ছা শ্রমের মাধ্যমে রাস্তার কাজ করে আসছি শুধু জন কল্যাণের স্বার্থে। তারা বলেন  রাস্তাঘাটের বেহাল দশা আমাদের বাড়ী থেকে হাতে জুতা নিয়ে বেড় হতে হয়। এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এহতেশামুল হকের সাথে আলাপ কালে তিনি বলেন আগামী অর্থ বছরে বরাদ্দ আসলে ওই ওয়ার্ডের রাস্তা গুলি  অগ্রাধীকারের ভিত্তিতে সমস্যার সমাধান করে দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এ বিষয়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ভাদিকারা ৯নং ওয়ার্ডের যত সমস্যা আছে তা আগামী অর্থ বছরে তার পূরনের জন্য সার্বিক ভাবে ব্যবস্থা নিব। আমি এতে কোন প্রকার কৃপাণতা করব না। এ সব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন ওয়ার্ডবাসী।

সম্পর্কিত