মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

লাখাইয়ে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

এম এ ওয়াহেদ লাখাই : লাখাই থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোয়েল নামে এক আসামী কে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায় এন আই এক্ট মামলায় বিজ্ঞ বিচারক লাখাই উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ রোয়েল কে ১ বছরের সশ্রম কারাদণ্ড ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রাপ্ত আসামীকে শনিবার ৩১ শে মে দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আসামীর বাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে রোববার ১লা জুন হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত