বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রৌমারী সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় কুড়িগ্রামের রৌমারীর মোল্লারচর সীমান্তে বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৩ মেইন পিলার হতে এস আইপি সদস্য এর সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেন বিজিবি সদস্যরা। রবিবার ১৫ জুন সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি‘র) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান জানান, খাটিয়ামারি গ্রাম নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিজিবির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৩ মেইন পিলার হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারি গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।

সম্পর্কিত