
যশোর প্রতিনিধি :: ডেইলি স্মৃতি অনলাইন নিউজ পোর্টালে যশোরের রুপদিয়া বাজারের মিষ্টি ব্যবসায়ীদের বাসি পচা মিষ্টি বিক্রয় নিয়ে সংবাদ প্রকাশের পরপরই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা ও তা আদায় করা হয়েছে।
সোমবার( ১৫ সেপ্টেম্বর )সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর অফিসের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে এই তদারকি মুলক অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন ক্যাব সদস্য ও কোতয়ালী থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালীন সময়ে নোংড়া পরিবেশে মিষ্টি তৈরী করা ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক বৈশাখী হোটেল ও ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০০০/- পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর অফিসের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে“রুপদিয়ায় মিষ্টি বিক্রেতাদের দ্বারা ক্রেতারা প্রতারিত হলেও দেখার কেউ নেই!” শিরোনামে ডেইলি স্মৃতিতে সংবাদ প্রকাশিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অফিসের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। ভোক্তাদের স্বার্থরক্ষায় সাহসী পদক্ষেপের জন্য প্রশংসায় ভাসছেন সহকারী পরিচালক সেলিমুজ্জামান।