রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীতে নিখোঁজের ৩দিন পর আদর মল্লিক (১৮) নামে এক যুবকের মাঠের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আদর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মৃত মজিবর মল্লিকের ছেলে।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মাঠের মধ্যে নিজের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করে।

আদর মল্লিকের বোন চায়না বেগম বলেন, আমরা ৬ বোন ও একমাত্র ভাই। গত ৩দিন আগে ২৩ জুন সন্ধ্যা ৭টার সময় বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। বুধবার রাজবাড়ী সদর থানায় দুপুরে জিডি করা হয়। বিকেলে লোকজন মাঠের আমাদের পুকুরে মরদেহ ভাসতে দেখে। আমার ভাইকে সম্পত্তির লোভে হত্যা করা হয়েছে। আমার ভাই হত্যার বিচার চাই।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের মাঠের মধ্যে নিজের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা কিনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত