
স ম জিয়াউর :: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৩০ আগস্ট বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডঃ নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন স্বাক্ষরিত অরূপ চৌধুরীকে আহবায়ক, হারাধন দাশকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও লিটন দে’কে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহবায়ক ডাঃ সন্তোষ কুমার শীল, ডা. দয়াল হরি শীল, সুমন দাশ, নিক্সন সাহা, এস.কে বল (শুভ), রণি দাশ, জয় চক্রবর্তী, সুফল বসাক, সদস্য সাজু দাশ, ওম প্রকাশ দে, সমীর চক্রবর্তী, বাবলু দে, সৌরভ মালাকার, রাজীব দাশ, অমল বসাক, রিটন শীল, পরেশ সাহা, শিবু দাশ, জীবন দে, সুকান্ত দে, শিপন সাহা, ডাঃ নিপন পাল।