রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যশোর ২৫০শয্যা হাসপাতালে যোগ দিলো ৫২ইন্টার্ন চিকিৎসক

যশোর ২৫০ শয্যা হাসপাতালে যোগ দিলো ৫২ ইন্টার্ন চিকিৎসক
যশোর ২৫০ শয্যা হাসপাতালে যোগ দিলো ৫২ ইন্টার্ন চিকিৎসক

যশোর প্রতিনিধি :: যশোর জেনারেল হাসপাতালে আরও ৫২ ইন্টার্ন( প্রশিক্ষণার্থী )চিকিৎসক যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের সময় তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন। এই সময়ে হাসপাতালের জেষ্ঠ্য চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

নতুন যোগদান ৫২ জন যশোর মেডিকেল কলেজ ( যমেক ) থেকে ২০১৯-২০ইং শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে উত্তীর্ণ হয়েছেন। তারা এক বছরের জন্য হাসপাতালে প্রশিক্ষণার্থী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবে।এসময় সরকারী নিয়মানুযায়ী মাসিক ভাতা পাবেন।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হুসাইন শাফায়াত জানান,এসবিবিএস কোর্সের পর ভালো চিকিৎসক হয়ে গড়ে ওঠার জন্যএই ইন্টার্নশিপ গুরুত্বপূর্ণ একটা ধাপ। পরিশ্রম করলে ভবিষ্যত চিকিৎসা ক্যারিয়ার সমৃদ্ধ হবে।ইন্টার্নশিপ ভালো চিকিৎসক হয়ে ওঠার প্রথম সোপান বলে জনান তিনি।

সম্পর্কিত