শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৭টি মোটর সাইকেল উদ্ধারসহ ৪ চোর গ্রেফতার

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৭টি মোটর সাইকেল উদ্ধারসহ ৪ চোর গ্রেফতার
যশোরে ডিবি পুলিশের অভিযানে ৭টি মোটর সাইকেল উদ্ধারসহ ৪ চোর গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার জন সদস্য গ্রেফতারসহ তাদের হেফাযতে থাকা ৭টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো-গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন শংকর পাশা গ্রামের জাকির হোসনের ছেলে মোঃ তামিম খান (২১), একই জেলার গোপালগঞ্জ সদর থানাধীন চর সোনা কুড় গ্রামের মৃত আলমগীর শেখের ছেলে মোঃ মুরসালিন( ২১), একই জেলা ও থানাধীন এনামুল শিকদারের ছেলে মোঃ আজিম শিকদার( ২১) ও কাশিয়ানী থানাধীন মিজানুর রহমানের ছেলে মোঃ হাসানুর রহমান( ২২)।

গ্রেফতারকৃতদের গত ১১ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে গ্রেফতার করে যশোর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় তাদের হেফাযতে থাকা ৭টি মোটরসাইকেল উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গত ৯জুলাই২০২৫ ইং তারিখে যশোরের পালবাড়ি ভাস্কর্য মোড় এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্য অনুযায়ী মোট ৬জন চোর গ্রেফতারসহ ৪টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে যশোর ডিবি পুলিশ।

এ ঘটনায় ডিবি পুলিশের এস আই রঞ্জন কুমার বসু বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং-৩৬। অত্র মামলায় এখনো পর্যন্ত ১০ জন গ্রেফতারসহ ১১টি বিভিন্ন মডেলের চোরাই মোটর সাইকেলউদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের ১২ সেপ্টেম্বর২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে আরো জানা গেছে।

সম্পর্কিত