
যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা( ডিবি )পুলিশের অভিযানে দুই অনলাইন জুয়াড়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার কোতয়ালী থানাধীন তেজরোল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজিব হোসেন( ২৬) ও একই জেলার বাঘারপাড়া থানাধীন তেলীধান্যপুরা গ্রামের আয়ুব হোসেনের ছেলে হোসেন আলী (২৬)।
শুক্রবার( ২৯ আগস্ট )ভোর সকালে খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ সদস্যরা ঐ দুই জুয়াড়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ হতে ৩টি এন্ড্রুয়েড মোবাইল ফোন ও ১৭টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সরকার কর্তৃক অবৈধ্য ঘোষণাকৃত বিভিন্ন নামীয় বেটিং এজেন্ট জুয়ার সাইট পরিচালনা করে অনলাইন জুয়ার ব্যবসা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা তাদের অনলাইন জুয়ার ব্যবসা করার কথা স্বীকার করেছেন। এ সংক্রান্তে ডিবি পুলিশের এ এস আই ( নিঃ)মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃতদের নামে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের পূর্বক আসামী বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।