
যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃবিভাগীয় মোটর সাইকেল চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার হয়েছে। এসময় তাদের হেফাযতে থাকা চারটি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- নড়াইল জেলার নড়াইল থানাধীন আলফাপুর গ্রামের গোলজারের ছেলে মোঃ হোসাইন ( ৩৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন তিলছাড়া গ্রামের মৃত বশির মোল্লার ছেলে মোঃ শাকের( ২২),একই জেলা থানাধীন জিকাবাড়ি গ্রামের আনন্দ সরদারের ছেলে আকাশ সরদার ( ২৭),নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দেবী গ্রামের মৃতওহাব শেখের ছেলে শফিকুল ইসলাম( ৪০),যশোর জেলার কোতয়ালী থানাদীন নরেন্দ্রপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ( ৪২) ও মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন মন্ডলগাতী গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লিটন মিয়া( ২৮ )।
গত বুধবার( ৯ জুলাই ) যশোর থানাধীন পালবাড়ি এলাকা থেকে গ্রেফতার হয় চোর চক্রের সদস্য শহিদ। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে নড়াইল জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে বাকীদের গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা।
যশোর জেলা পুলিশের দেওযা এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানাই তাহারা পেশাদার মোটর সাইকেল চোর চক্রের সদস্য এবং বিভিন্ন জেলায় চুরি সংগঠিত করে থাকে।
এ সংক্রান্তে থানায় মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।