শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যশোরে অস্ত্র উদ্ধারসহ তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার

যশোরে অস্ত্র উদ্ধারসহ তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার
যশোরে অস্ত্র উদ্ধারসহ তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার

যশোর প্রতিনিধি :: যশোরের অভয়নগরের আলোচিত তরিকুল হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- যশোর জেলার কেশবপুর থানাধীন সারুটিয়া গ্রামের মেহাজান গাজীর ছেলে মিন্টু গাজী( ৩৬),একই জেলার মনিরামপুর থানাধীন নেহালপুর গ্রামের মৃত ইজ্জতআলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান ( ৪০),অভয়নগর থানাধীন বুইকারা গ্রামের মোঃ নেছার আলী খাঁর ছেলে মোঃ বিল্লাল খাঁ,একই থানাধীন বুইকারা গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে মোঃ আবু হুরায়রা ও বুইকারা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয়( ২৮ )।

যশোরে জেলা গোয়েন্দা শাখার এস আই দেবব্রত ঘোষ সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় গত ১৫ জুলাই হতে ১৬ জুলাই রাত পর্যন্ত অভয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামীকে গ্রেফতার করে। এ সময় আসামী মেহেদির হেফাযতে থাকা হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বিদেশী পিস্তল ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে,যাহার মামলা নং-১২।

গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত