রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাটিরাঙায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

মাটিরাঙায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
মাটিরাঙায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

স্টাফ রিপোর্টার :: খাগড়াছড়ির মাটিরাঙায় যাত্রীবাহী বাস শান্তি পরিবহন ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিনো বালা ত্রিপুরা( ৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক শ্যামল বিকাশ ত্রিপুরা( ৩১)।

শনিবার সকাল ৯টার দিকে মাটিরাঙা সেনা জোন সংলগ্ন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে সকাল ৮টায় ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহন এর একটি বাস পাহাড়ি পথে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল আরোহী দিনো বালা ত্রিপুরা ও চালক শ্যামল বিকাশ ত্রিপুরা মারাত্মক আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। আহত শ্যামল ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দিবালা ত্রিপুরা গুইমারা উপজেলার আরবারী পাড়া এলাকার ধনুচন্দ্র ত্রিপুরার স্ত্রী। আহত শ্যামল ত্রিপুরা একই এলাকার বাঁশি মোহন ত্রিপুরার ছেলে।

মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) তোফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল দু’টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত