রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মহেন্দ্র গাড়ির চাপায়-শিক্ষকের মৃ*ত্যু

শ্রী জিত,স্টাফ রিপোর্ট ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শরিফ হাসান মহেন্দ্র গাড়ি সাথে দূর্ঘটনায় নিহত হয়েছে।নিহত শরিফ হাসান সকালে বনগাঁও বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে আসার সময় বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন রাস্তায় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে মহেন্দ্র গাড়িকে সাইড দিতে গিয়ে, চালক চাপা দিয়ে দেয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

জানা যায় নিহত শরিফ হাসান বনগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অবঃ মো,ওয়াইজুল ইসলামের ছেলে। ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো,শরীফ হাসান ১-২-২০২৩ ই চাকুরিতে প্রথম যোগদান করেন।শরিফ হাসান পারিবারিক সুত্রে জানা যায়, তিনি এক সন্তানের জনক ছিলেন। এই দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।এই দূঘটনার সংবাদ পেয়ে ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকর্মীরা ছুটে যান। নিহতের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। ঘাতক পালিয়ে যাওয়ার সময় মহেন্দ্র গাড়ি ও চালককে জনতা আটক করে।

হরিপুর থানায় সংবাদ দিলে হরিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো,জাকিয়া মন্ডল দ্রুত ফোর্স সহ এলাকা পৌঁছান, যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টীমও পৌঁছে, মৃত লাস উদ্ধার করে পরবর্তী কার্যক্রম শুরু করে।

প্রধান শিক্ষক, ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনি জানান, আজ বিদ্যালয়ে গ্রীষ্মকাল ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি হবে। ছাত্রছাত্রীদের উৎসাহে স্কুলে বনভোজনের আয়োজন ছিলো। এই আনন্দের দিনে সকল ছাত্রছাত্রীদের কাঁদিয়ে তিনি চলে গেলেন। তিনি অসাধারণ উদীয়মান তরুণ মেধাবী শিক্ষক ছিলো। শেষ কর্মদিবসে বনভোজনের আসলো না । আমরা এক মেধাবী মানুষকে হারালাম। আমরা এটা মেনে নিতে পারছি না। আমরা তার শোকাহত।

সম্পর্কিত