শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরী করে বেতন ভাতা তুলছেন গুলশানারা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরী করে বেতন ভাতা তুলছেন গুলশানারা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরী করে বেতন ভাতা তুলছেন গুলশানারা

স্টাফ রিপোর্টার :: মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান না হয়েও ভুয়া সনদে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি নিয়ে নিয়মিত বেতন ভাতা তুলছেন শার্শা উপজেলা প্রকৌশল জনস্বাস্থ্য অফিসে মেকানিক পদে কর্মরত গুলশানারা।সে মাগুরা সদর থানাধীন বিনোদপুর গ্রামের সিহাব উদ্দিনের কন্যা।

ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে মুক্তিযোদ্ধা পৌষ্য কোটায় ভুয়া সনদ ও স্থায়ী ঠিকানা গোপন করে আওয়ামীলীগ নেতাদের তদবিরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেশবপুর উপজেলায় শূন্য থাকা মেকানিক পদে নিয়োগ পান গুলশানারা।সে থেকে ১ যুগের বেশী সময় ধরেই বেতন ভাতা তুলছে গুলশানারা।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর চাকরির নিয়োগ কালীন সময়ে গুলশানারার জমা দেওয়া জাল কাগজ পত্রের গোমর ফাঁস হয়।একই সময় তার বেতন,ভাতা বন্ধ রাখাসহ শোকচ করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত গুলশানারা নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পরিচয় দিয়েই প্রতিবেদককে জানান,মন্ত্রাণালয়ের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি এখনো কোন সিদ্ধান্ত আসেনী।এসময় তার বেতন ভাতা বন্ধ থাকার বিষয়টিও তিনি মুঠো ফোনে নিশ্চিত করেন।

জাল জালিয়াতিসহ ভুয়া সনদে জনস্বাস্থ্যে গুলশানারর চাকরি নিয়ে একাধিক প্রিন্ট পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হলেও জেলা এবং বিভাগীয় কর্মকর্তারা কার্যত কোন পদক্ষেপ না নেওয়ায় ধোঁয়াশা তৈরী হয়েছে।

এ বিষয়ে যশোরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আকমল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, চাহিদা অনুযায়ী গুলশানারার কাগজপত্র অফিস মারফত মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছে সেখান হতে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

বেতন,ভাতা বন্ধ প্রসঙ্গে তিনি জানান,এ সংক্রান্তে উর্দ্ধতণ কোন অফিস আদেশ না থাকায় তিনি নিয়মিত ডিউটি করছেন ও বেতন তুলছেন।

এবিষয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় তত্তাবধায়ক প্রকৌশলী মোঃ বাহার উদ্দিন মৃধা মুঠো ফোনে জানান, অফিস আদেশে বেতন ভাতা বন্ধ থাকলে পুনরায় চালু হওয়ার সুযোগ নাই। কোন প্রক্রিয়ায় অভিযুক্ত মেকানিক গুলশানারার বেতন চালু ও বন্ধ রাখা হয়েছিলো সেটা জেনে পরবর্তী সময়ে জানাতে পারবো।

এদিকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরও তাদের দোসররা অনিয়ম-দূর্নীতির মাধ্যমে চাকরি নিয়ে চেয়ার দখলে রেখে সরকারী বেতন ভাতা সুবিধা ভোগ করায় হতাশ স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র সমাজ। তারা দ্রুত অভিযুক্ত গুলশানারার দাখিলকৃত কাগজপত্রের তদন্ত কার্যক্রম শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।

সম্পর্কিত