
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি )-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগরে পৃথক পৃথক কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার ( ৩ সেপ্টেম্বর ) সকাল ১১টায় নকিপুর সরকারী পাইলট স্কুল মাঠ থেকে উপজেলার বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্সে সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি প্রভাষক আবু সাঈদ,ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম,সাবেক যুগ্ম সাধারণ এ্যাড আশেক ইলাহী মুন্না প্রমুখ।এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপারদিকে বিকাল ৩টা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে শ্যামনগর মাইক্রোবাসস্ট্যান্ডে পৌর বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক সোলায়মান কবির,সাবেক সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জি এম লিয়াকত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর,সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির প্রমুখ ।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্সে শেষ হয়।