বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে নিরপরাধী ব্যবসায়ীকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের নিটোল ডোবা গ্ৰামের নিরপরাধী ব্যবসায়ী মোঃ নাসিরুল ইসলাম (৩৭ কে ) পেঁয়াজের বিজ চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছে থেকে জানা যায় নাসিরুল ইসলাম দীর্ঘ দিন ধরে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত এবং সে ব্যবসা বাণিজ্য করে সংসার চালায়।

নাসিরুল ইসলাম বলেন প্রতিবছরের মতো এবারও আমি এই মৌসুমে পিঁয়াজের বিজ ক্রয় বিক্রয় করে থাকি। সেই সুবাদে আমার প্রতিবেশীর কাছ থেকে কিছু পিঁয়াজের বিজ ক্রয় করে থাকি। কিছুদিন পরে আমি জানতে পারি যে আমার এলাকায় পিঁয়াজের বিজ চুরি হয়েছে।

এলাকায় বিষয়টি জানাজানি হলে আমার ক্রয়কৃত পিঁয়াজের বিজ নাকি চুরি করা বিজ। এর আগে পিঁয়াজের বিজ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুষ্ঠু ভাবে তদন্ত করলে কারা চুরির সাথে যারা জড়িত বিষয়টি বুঝা যাবে। আমি একজন ব্যবসায়ী আমাকে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে

। এবং যারা আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যায় নাসিরুল ইসলাম একজন ভালো মানুষ সে অনেক দিন ধরে ব্যবসা করে আসছে তাকে আক্রোশ মুলুক ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে যারা এই পিঁয়াজের বিজ চুরির সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত