বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
প্রতিকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সোহরাব হোসেন বাপ্পী( ১৫) নামের এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার ( ২৭ জুন ) দুপুরে উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের বুনিয়াডাঙ্গী ব্রিজ এলাকার তীরনই নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত বাপ্পী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রামের মোস্তফা আলীর ছেলে। সে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য তালেবুর রহমান জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে বাপ্পী। সাঁতার না জানার কারণে সে হঠাৎ পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ও বন্ধুরা উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার সফিউল্লাহ বসুনিয়া জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,একটি মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের ওপর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত