সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বালিয়াডাঙ্গীতে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান আটক

বালিয়াডাঙ্গীতে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান আটক
বালিয়াডাঙ্গীতে আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান আটক

বিশেষ প্রতিবেদক :: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের নেতা ৫ নং দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহেল রানাকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।

আজ সোমবার দুপুরে তাঁকে বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে আটক করা হয়।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেন।

সোহেল রানা বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক।

ওসি জানান, দুপুরে পুলিশ বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

সম্পর্কিত