
বিশেষ প্রতিনিধি :: মিথ্যা ঘোষণায় রপ্তানীর প্রাক্কালে ভারতের প্রেট্টাপোল বন্দরে ভারতীয় ৫ ট্রাক রপ্তানী পণ্য যৌথ অভিযানে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষীকারী বাহিনী বিএস এফ ও কাস্টমস।সোমবার(১লা সেপ্টম্বর)সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় বিএস এফ ও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এই পণ্য চালানটি আটক করেছেনে বলে জানা যায়।
সংবাদ লেখাকালীন সময়ে আটককৃত মালামাল ভারতীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট( ইডি) ও কাস্টমস যৌথভাবে ইনভেন্ট্রি করছেন।গনণা শেষে পরবর্তী আইনাণুগ ব্যবস্থা নিবে ভারতীয় কাস্টমস বলে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট সীমান্তের বীপরীতে ভারতের প্রেট্ট্রাপোল সি এন্ড এফ এজেন্ট ব্যাবসায়ী সূত্রে জানা যায়,মিথ্যা ঘোষণায় বাংলাদেশে রপ্তানীকৃত পন্য চালানটির বাংলাদেশী আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জামান ট্রেডার্স ও ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স রুহানী এন্টারপ্রাইজ,সোহানী এন্টারপ্রাইজ ও তাহানি এন্টারপ্রাইজ যেগুলো ভুয়া লাইসেন্সধারী প্রতিষ্ঠান।
ভারতীয়দের দেওয়া তথ্য মতে রপ্তানিকারক প্রতিষ্ঠান মালিক কুতুব মন্ডল বা মন্ডল গ্রুপ এবং পণ্য চালানটির সি এন্ড এফ এজেন্ট এর কার্যাদী সম্পন্ন করেছেন অমিত শাহ বাপি। সংশ্লিষ্ট সূত্র মতে ৫ট্রাক মটরসাইকেল পার্টসের রপ্তানীর ঘোষণায় শুল্কফাঁকি চক্রটি ফেব্রিক্স, ইমিটেশন জুয়েলারী, শাড়ি থ্রিচিসহ বিভিন্ন ধরনের ভারতীয় মূল্যবান পণ্য (এসোটেড গুডস)বাংলাদেশে পাচারকরছিলো। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি টাকা।
বেনাপোল স্থলবন্দর এলাকায় বসবাসরত স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়, বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউপির সাবেক চেয়ারম্যান ও ফ্যাস্টিট আওয়ামীলীগনেতা হাদিউজ্জামানের ভাই হাসানুজ্জামান,তৌহিদ,দূর্গাপুরের আজিমসহ কতিপয় অসাধু ব্যাবসায়ী রাজস্ব ফাঁকিতে সিদ্ধহস্ত নামডাকী সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সহযোগীতায় ভারতীয় সিএন্ড এফ ব্যবসায়ী ও রপ্তানীকারক যোগসাজজে দুই দেশেই রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে পণ্য আমদানি করে আসছে।
এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব হারালেও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনছেন অসাধু ব্যবসায়িক চক্র ও কতিপয় অসাধু কাস্টমস ও বন্দর কর্মকর্তা।
রপ্তানী পণ্য আটকের ঘটনায় জড়িত আমদানিকারক প্রতিষ্ঠান,রপ্তানীকারক প্রতিষ্ঠান ও স্থানীয়দের দেওয়া তথ্য মতে প্রতিবেদনে উল্লেখিত নামধারী ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও তাদের সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।
সোমবার ভারতীয় রপ্তানীপণ্য আটকের ঘটনায় দুদেশেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে দুদেশের কাস্টমস কর্তৃপক্ষ।তবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দু দেশের আমদানি-রপ্তানীকারকের মাঝে।ব্যবসায়িক মহল আশংকা করছেন এঘটনায় ভারতীয় প্রেট্রাপোল বন্দরে পন্যের শতভাগ পরীক্ষনসহ অন্যান্য কড়াকড়ি বাড়বে।