
স্বপ্না আক্তার স্টাফ রিপোর্টার:
নীলফামারী জেলা কারাগারে বন্দি আওয়ামীলীগের এক নেতাকে গাঁজা সরবরাহ করতে গিয়ে গাঁজাসহ সালমান শাহ নামের এক কারারক্ষি আটক হয়েছে।
সোমবার রাত তিনটায় নীলফামারী জেলা কারাগারে কারারক্ষি (১৪৬৭৩) সালমান শাহ অভিনব পন্থায় ডান পায়ের জুতার ভিতরে গাঁজা নিয়ে দায়িত্ব পালন করতে যায়। কারাগারের মূল ফটকে কারারক্ষির দেহ তল্লাশি করে আট গ্রাম গাঁজা পাওয়া যায়। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আওয়ামীলীগের এক নেতাকে গাজা পৌঁছে দেওয়ার জন্য এই কারারক্ষি গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টা করে।
এ ব্যাপারে জেলার মোঃ ফারুক হোসেন জানায়, কারারক্ষির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও সামরিক বরখাস্তসহ থানা পুলিশের হাতে মঙ্গলবার রাত ৯টায় সোপদ্দ করা হয়েছে।