রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বদলগাছীতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মো লিটন হোসেন ,স্টাফ রিপোর্টার:

নওগাঁর বদলগাছীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ কেজি ২’শ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার দেউলিয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে মো. হাশেম রেজা (৪২)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ জুন রাত আনুমানিক সোয়া ১ টার দিকে বদলগাছী থানার এস আই মনিরুল ইসলাম ও আব্দুল আলিমসহ সক্রিয় ফোর্স উপজেলার দেউলিয়া গ্রামে আটককৃতর বসতবাড়ির সামনে থেকে একটি বাজার করা ব্যাগে ৩ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি(তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী হাশেম রেজার কাছে থেকে ৩ কেজি ২’শ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত