বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় অনলাইন প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও মাসিক সমন্বয় সভা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এদিন বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাবের মাসিক সমন্বয় বৈঠক করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের সাতমাথা এলাকায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার।
সাংবাদিক এসএম দৌলতের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম দয়া, সাংবাদিক রাকিবুল হাসান শান্ত, ববিন রহমান, আশরাফুল ইসলাম রহিত।
উপস্থিত ছিলেন সাংবাদিক রসূল খন্দকার, এমএ মহিউদ্দিন, কামরুজ্জামান সম্পদ, আরিফুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান বিন খায়ের প্রমুখ। ঈদ পুনর্মিলনী শেষে সমন্বয় বৈঠকে সংগঠনের জেলা শাখার নতুন কমিটি গঠনকল্পে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সকল সদস্যদের সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ থাকাসহ সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সোচ্চার থাকার আহবান জানান নেতারা।

সম্পর্কিত