
এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির জন্য ফিলিস্তিনিদের মৃত্যুকে বরদাশত করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। মঙ্গলবার (২২ জুলাই )ইস্তাম্বুলে এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সেখানে ( গাজায় )প্রতিদিন এক টুকরা রুটি কিংবা এক চুমুক পানির অভাবে অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। যেকোনো বিবেকবান মানুষ এই নিষ্ঠুরতা মেনে নিতে পারে না।’
এরদোয়ান ইসরায়েলের দীর্ঘদিনের সমালোচক হলেও এবারের বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন গাজায় হামাসবিরোধী ইসরায়েলি অভিযানে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।
ইসরায়েল বর্তমানে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের চাপের মুখে রয়েছে—যেখানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির দাবি জোরালো হচ্ছে।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাসও ইসরায়েলি বাহিনীর সমালোচনা করে বলেছেন, ‘খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীকে মানুষ হত্যা বন্ধ করতে হবে।’
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।
গাজায় চলমান সংকটে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, আর এরই মধ্যে এরদোয়ানের মতো প্রভাবশালী নেতা ফিলিস্তিনিদের পক্ষে সরব অবস্থান নেওয়ায় কূটনৈতিক চাপ আরও বাড়বে বলে বিশ্লেষকদের ধারণা।