শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পাহাড়ে নারী নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল–সন্ধ্যা অবরোধ

পাহাড়ে নারী নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল–সন্ধ্যা অবরোধ
পাহাড়ে নারী নিপীড়ন বন্ধের দাবিতে খাগড়াছড়িতে চলছে সকাল–সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি ::পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতা’র ডাকে সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে। শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধে সকাল থেকেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

অবরোধকারীরা জেলা সদরের চেঙ্গী ব্রিজ,চেঙ্গী স্কোয়ার ও মহাজনপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়কে পিকেটিং করে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একই সঙ্গে আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলোতে গাছের গুড়ি ফেলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। ফলে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো আটকা পড়ে যায়। পর্যটক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এদিকে অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। বন্ধ রয়েছে জেলার ভেতরের পরিবহন চলাচলও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে সাজেকসহ জেলা শহরে দুই হাজারের অধিক পর্যটক আটকা পড়েছে। তাদেরকে নিরাপদে খাগড়াছড়িতে আনার জন্য প্রশাসন ও সেনাবাহিনী কাজ করছে।

গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বর্তমানে তিনি ছয় দিনের রিমান্ডে আছেন।

এই ঘটনার প্রতিবাদে বুধবার থেকে বিক্ষোভ শুরু করে জুম্ম ছাত্র জনতা। বৃহস্পতিবার তারা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এবং শুক্রবারের মহাসমাবেশ থেকে আজকের সকাল–সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল বাতেন মৃধা বলেন,“সড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও তা সরিয়ে নিতে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।”

সম্পর্কিত