শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পল্লী চিকিৎসক গৌরাঙ্গ বিজয় শীল এর পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

পল্লী চিকিৎসক গৌরাঙ্গ বিজয় শীল এর পরলোক গমনে বিভিন্ন মহলের শোক
পল্লী চিকিৎসক গৌরাঙ্গ বিজয় শীল এর পরলোক গমনে বিভিন্ন মহলের শোক

স ম জিয়াউর রহমান:: ঢেউয়াপাড়া শীল সমিতির সাবেক সভাপতি, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ ও রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের উপদেষ্টা পল্লী চিকিৎসক গৌরাঙ্গ বিজয় শীল( ৭৮) পরলোক গমন করছেন।

গত রবিবার ২৭ জুলাই সন্ধ্যা ৬ টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে দুই ছেলে মেয়ে স্ত্রীসহ বহু গুনা গ্রাহী রেখে যায়।

সমাজহিতৈষী গৌরাঙ্গ বিজয় শীল গ্রামীণ জনপদের মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদান ও সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ধর্মীয় কুসংস্কার পরিত্যাগের মাধ্যমে মানবতার দর্শনে সমাজ বিনির্মানে উদ্বুদ্ধ করতে কাজ করেছেন। বহুগুণে গুণান্বিত এ পল্লী চিকিৎসকের মহা প্রয়াণে ঢেউয়াপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।

অপরদিকে প্রয়াত গৌরাঙ্গ বিজয় শীলের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, উদয়াচল সংসদের সভাপতি শংকর দে, সাধারণ সম্পাদক দিবাকর বোস বাবু, শীল সমিতির সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক রনজিত শীল।

এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত