মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পয়স্তি শিকস্তি আইনে জমির খাসখতিয়ানে রেকর্ড করার প্রতিবাদে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

আজ ১ জুন ২০২৫ রবিবার সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের একটি মানববন্ধন আয়োজন করা হয়। পয়স্তি শিকস্তি আইনে প্রকৃত জমির মালিকদের খাস খতিয়ানে রেকর্ড করার অপচেষ্টা’র প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, বারেক মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভূমির প্রকৃত মালিকরা সেই জমি ভোগদখল করে আসলেও কিছু প্রভাবশালী মহলের সহায়তায় প্রশাসনের কিছু কর্মকর্তার মাধ্যমে তা খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে, যা চরম অন্যায় ও অন্যায্য। তারা বলেন, এটি শুধু কৃষকদের জমির উপর অধিকার হরণ নয়, এটি তাদের জীবিকা, সামাজিক মর্যাদা এবং মানবিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে পয়স্তি-শিকস্তি আইনের মাধ্যমে খাস খতিয়ানে জমি রেকর্ড প্রক্রিয়া বন্ধের দাবি জানানো হয়।
রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন জানায়, জনগণের অধিকার ও কৃষকের স্বার্থ রক্ষায় এই আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত