রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন  আবু বক্কর আতাউর

রিপোর্টার, লালমনিরহাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হিলফুল ফুজুল মানবকল্যাণ সামাজিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর আতাউর।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও মানবিকতার অনন্য শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে আমরা কোরবানি করি, তেমনি আমাদের উচিত জীবনেও আত্মত্যাগ ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি আরও বলেন,
“এই মহামিলনের দিনে দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হবে প্রকৃত ঈদ উদযাপন। ঈদ শুধুমাত্র আনন্দের নয়, বরং এটি দায়িত্ববোধ, সহমর্মিতা ও ভালোবাসা ভাগাভাগির একটি সুযোগ।”

মোঃ আবু বক্কর আতাউর বলেন,
“হিলফুল ফুজুল মানবকল্যাণ সামাজিক সংঘ সবসময় মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব ও সহনশীলতা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনে।”

তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং মহান আল্লাহর দরবারে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সবশেষে তিনি বলেন,
“পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও আল্লাহর অশেষ রহমত।
ঈদ মোবারক!”

সম্পর্কিত