বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাড়ির পাশ থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিজ বাড়ির পাশের বাঁশঝাড় থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯ টায় মোকলেছারের বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচে সুপারি বাগানে তার গলাকাটা লাশ দেখতে পান নিহতের চাচী মোকসেদা বেগম।

নিহত মোকলেছার রহমান উপজেলার দন্ডপাল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ধনমন্ডল ঢাকাইয়া পাড়া নিবাসী মো: শাহাবুদ্দিন এর একমাত্র পুত্র। মোকলেছার পাশ্ববর্তী খোচাবাড়ি বাজারে কসমেটিক এর দোকান করে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোকলেছার আনুমানিক রাত ৯ টায় খোচাবাড়ি বাজারের দোকান থেকে বাড়ি এসে পাশের বাড়িতে বিয়ের দাওয়াত খান এবং কিছুক্ষন পর বাড়ি থেকে বের হয়। কিনতু রাতে সে আর বাড়ি ফিরে আসেননি। রাত ১১ টার পর তার মুঠোফোন বন্ধ ছিল বলে জানা যায়।

অবশেষে বৃহস্পতিবার সকাল বেলা তার চাচী মোকসেদা বেগম বাড়ির পাশে সুপারি বাগানে ছাগল নিয়ে গেলে রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর বাড়ির লোকজন ছুটে গিয়ে পুলিশে খবর দেয়। দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সংগ্রহ করেন। নিহতের গলায় কাটা চিহ্ন রয়েছে বলে জানা যায়৷

নিহতের বাবা শাহাবুদ্দিন বলেন, “রাত ৯ টায় আমার নাতীকে (নিহতের ভাগিনা) দোকানে রেখে আমার ছেলে বাসায় আসে এবং পাশ্ববর্তী বাড়িতে বিয়ের দাওয়াত খাওয়ার পর বাড়ি থেকে বের হন। এরপর সে আর দোকানে ফেরত যায় নি এবং বাড়িতেও ফিরে আসে নি। ভোরবেলা ফজরের সময় আমার বউমা জানায় রাতে মোকলেছার বাসায় ফিরে আসে নি এবং তার মোবাইল ফোনও বন্ধ “। তবে হত্যাকান্ডের এই কাজ তার ঘনিষ্ঠ বন্ধু- বান্ধরাই করেছে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার রায় বলেন, পুলিশ ছাড়াও সিআইডি ও পিবিআই এর দুইটি টিম ঘটনাস্থলে রয়েছে এবং আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা বলেন, ‘একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা তদন্ত করছি কীভাবে, কারা হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

সম্পর্কিত