বৃহস্পতিবার, ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নীলফামারী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ

 

স্বপ্না আক্তার ,নীলফামারী।।

নীলফামারী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সামগ্রীর মধ্যে ২০০ টি সিলিং ফ্যান, ৩০টি সেলাই মেশিন,  ২৫টি ক্রিকেট খেলার সেট, ৫০ টি টিউবওয়েল, ২০টি বাইসাইকেল ও ৬০টি হুইল চেয়ার সহ আরও অনেক কিছু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সদর উপজেলা প্রকৌশলী বিরল রায় বক্তৃতা দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,“অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব কর্মসূচি নেওয়া হয়েছে। কেউ যেন শুধুমাত্র অভাবের কারণে পিছিয়ে না পড়ে। বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য হুইল চেয়ার বা যারা সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করতে চায়, তাদের জন্য সেলাই মেশিন। এসব হচ্ছে জীবনকে স্বাভাবিক ও স্বাবলম্বী করে তোলার ছোট ছোট প্রয়াস। সরকারের লক্ষ্যই হলো উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজকের এই সহায়তা সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এসব সামগ্রী ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন ভিত্তিক উন্নয়ন সহায়তা তহবিল (ইউপিডিএফ) এর আওতায় বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীদের যাচাই-বাছাই করে এই সহায়তা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত