বুধবার, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ৫৬ বিজিবির অপরাধ দমন,গরু চোলাচালান ও চামড়া পাচার রোধে সংবাদ সম্মেলন

 

স্বপ্না আক্তার, নীলফামারীঃ

নীলফামারীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ব্যাটালিয়ন (৫৬ বিজিবি ) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৫৬ বিজিবি অফিস হলরুমে সংবাদ সম্মেলনটি পরিচালিত হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক ল্যাপটেনেন্ট কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত অপরাধ দমন, গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশীয় খামারী যেন ক্ষতিগ্রস্ত না হয়, পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু দেশে ঢুকতে না পারে এজন্য ৫৬ বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কুরবানীর চামড়া সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্যেও সর্তকতা অবলম্বন করছে ৫৬ বিজিবি। দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াতের নিরাপত্তা বিধানে ৫৬ বিজিবি সদা সচেষ্ট থাকবে। তিনি আরো বলেন সম্প্রতিকালে সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিরোধে রংপুর রিজিয়ন,ঠাকুরগাঁও সেক্টর ৫৬ বিজিবি সীমান্তে কঠোর নজর দারী ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সম্পর্কিত