বৃহস্পতিবার, ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে মাদকবিরোধী দিবসে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ কর্মসূচি

 

স্বপ্না আকতার স্বর্ণালি শাহ্, নীলফামারী :

উৎসব বন্ধন কর্মসূচির মাধ্যমে নীলফামারীবাসীকে জানিয়ে দিলো এক অভিন্ন কণ্ঠে “মাদক নয়, সুস্থ জীবন চাই।”
প্রতিটি স্কুল, পরিবার, ও সংগঠনের সম্মিলিত প্রয়াসই পারে একটি মাদকমুক্ত প্রজন্মের সমাজ গড়ে তুলতে।

সারা বিশ্বের মতো বাংলাদেশেও মাদকাসক্তি ও মাদক চোরাচালান প্রতিরোধে জনসচেতনতার জন্য দিবসটি পালিত হয়।
নীলফামারীতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের কর্মসূচি “উৎসব বন্ধন”।

বৃহস্পতিবার ২৬ জুন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব শুরু হয়, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। এবং একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা,জেলা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, শহরের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন, সাংবাদিক প্রতিনিধিরা।

র‌্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান তার বক্তব্যে বলেন,’মাদক শুধু একজন মানুষের জীবন নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়,এবং সমাজে সামাজিক অবক্ষয় দেখা দেয়।তাই এই মাদকের প্রতিরোধের প্রথম ধাপ হলো পরিবার থেকে শুরু করা উচিত,আর তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, পরিবার ও মিডিয়ার সম্মিলিত উদ্যোগের প্রয়োজন বা দরকার। তিনি আরও বলেন, ‘এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি শুধু আজকের জন্য নয়, প্রতিনিয়ত আমাদের দায়িত্ব ও কর্তব্য হিসেবে গ্রহণ করতে হবে’।

দেশে মাদকের বিস্তার ও থাবা থেকে রক্ষা পেতে হলে, সীমান্তবর্তী অঞ্চল গুলোকে নজরদারি বাড়াতে হবে আর শিক্ষাপ্রতিষ্ঠান ও শহর নগরে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে নীলফামারীর মতো জেলায় মাদকবিরোধী এমন সচেতনতামূলক আয়োজন একটি শক্তিশালী বার্তা পৌঁছে যাবে দেশের আনাচকানাচে।

সম্পর্কিত