বৃহস্পতিবার, ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

নির্বাচন কমিশনের ৫১জন কর্মকর্তা বদলি হয়েছে

নির্বাচন কমিশনের ৫১জন কর্মকর্তা বদলি হয়েছে
নির্বাচন কমিশনের ৫১জন কর্মকর্তা বদলি হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজানোর ধারাবাহিকতায় ৫১ জন কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন( ইসি )।

মঙ্গলবার ( ১৫ জুলাই ) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়,পল্লবী থানা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা,ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা মোঃ আহসান হাবীব এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃসাহিদ হোসেনকে বদলি করা হলেও তাদের অংশটুকু সংশোধন করে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তারা আগামী ২২ জুলাই তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় আগামী ২৩ জুলাই তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

সম্পর্কিত